ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

দুর্নীতিমুক্ত করতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০৫:০৭ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য ও দুর্নীতিমুক্ত করতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার জোর দাবি জানিয়েছে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম। সোমবার (২৭ অক্টোবর) সরকারের সংস্কার ও দেশের চলমান অবস্থা বিষয়ে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির এক সভা সিলেট নগরীর বন্দরবাজারের কুদরত উল্লাহ মসজিদ মার্কেটের তৃতীয় তলার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সেখানেই এমন দাবি জানান সংগঠনটির নেতারা।

সভায় বলা হয়, ‘২৪-এর গণঅভ্যুত্থানের মূল দর্শন উচ্চ পর্যায়ের দুর্নীতি দমন ও সুশাসনের ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি নেই, জাতি আজ হতাশ। দেশবাসী দেখছেন, সরকারি দুর্নীতি রোধে শক্তিশালী ন্যায়পাল ও সম্পদের হিসাব দাখিলের বিধান কার্যকরের স্বপ্ন অধরাই থেকে গেল।’

‘সভায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন, বড় বড় দুর্নীতির দায়ে অভিযুক্তদের মামলাগুলো ঢালাওভাবে খালাসপ্রাপ্তদের মামলার রিভিউ করার’ দাবি জানানো হয়।

সভায় সিলেট নগরীর জনদুর্ভোগ নিরসনে জেলা প্রশাসনের গৃহীত কার্যক্রমের প্রতি অভিনন্দন জানানো হয় এবং নগরীর জনদুর্ভোগ নিরসনে একটি প্রস্তাবনামা সিসিক কর্তৃপক্ষের কাছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে আগামী ২০ নভেম্বরের মধ্যে কেন্দ্রীয় কমিটি পুনঃগঠনের লক্ষ্যে সংগঠনের স্থায়ী কমিটিকে দায়িত্ব দেওয়া হয়।

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন: ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুন রশীদ, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুন কুমার দেব, সিলেট মহানগর শাখার আহ্বায়ক আব্দুল গফুর, যুগ্ম সদস্য সচিব ব্যবসায়ী নেতা মো. লায়েক মিয়া, সাবেক অর্থ সম্পাদক আতাউর রহমান কাচা মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিদুর রহমান জুনু, গোলাপগঞ্জ ইউপি মেম্বার এনামুল হক আবুল, কেন্দ্রীয় সিনিয়র সদস্য সরোজ ভট্টাচার্য্য, অ্যাডভোকেট অরুণ চন্দ্রনাথ, রফিকুল ইসলাম শিতাব, আব্দুল হান্নান, মেহেদী হাসান সোহেল, জালাল উদ্দিন, সাবেক সময়বায় কর্মকর্তা মো. মইন উদ্দিন, মৃনাল চৌধুরী দেবু, মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেন, সহসভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক তামিম রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ নিপু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ, এহসান মজিদ সামী, মশিউর রহমান প্রমুখ।