চট্টগ্রামের পটিয়ায় বিএনপি উপজেলা কার্যালয়ের দেওয়ালে অজ্ঞাত দুর্বৃত্তরা ‘জয় বাংলা শেখ হাসিনা’ স্লোগান লিখে গেছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে পটিয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের দেয়ালে এই স্লোগান লিখে দেয় দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন ব্যক্তি পটিয়া উপজেলা সদরের বিএনপি কার্যালয়ের সামনের দেওয়ালে সাদা রঙে স্লোগান লিখে দ্রুত পালিয়ে যান। মঙ্গলবার সকালে স্থানীয় নেতাকর্মীরা বিষয়টি দেখে ক্ষোভ প্রকাশ করেন।
পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম বলেন, ‘নির্বাচন ঘনিয়ে আসার সময়ে আমাদের দলীয় কার্যালয়কে টার্গেট করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।’
এদিকে, একই রাতে পটিয়া পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম জানান, তার বাড়ির দেওয়ালেও স্লোগান লেখা হয়। এ সময় দুই মোটরসাইকেলে আগত ব্যক্তি পালিয়ে যান, যা সিসি ফুটেজে ধরা পড়েছে।
পটিয়া থানার ওসি নুরুজ্জামান জানান, ‘ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’



