বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুবদলের প্রতিষ্ঠাকালীন সদস্য কাজী মনিরুজ্জামান বলেছেন, ‘যুবদলের যুবকরাই বিএনপির প্রাণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভবিষ্যৎ।’
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘গত ১৫-১৬ বছর ধরে আমরা রক্ত ও জীবন দিয়ে গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছি। আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচন কোনো ষড়যন্ত্রেই বন্ধ করা যাবে না। আমরা কিংবা আমাদের নেত্রী দেশের মানুষকে বিপদে ফেলে কখনো পালিয়ে যাইনি। তিনি কারাভোগ করেছেন, নির্যাতন সহ্য করেছেন, তবুও স্বৈরাচার সরকারের কাছে মাথা নত করেননি।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা দেশের মানুষকে নির্যাতন করেছেন, গুম-খুনের রাজনীতি করেছেন, অসংখ্য নারীকে করেছেন বিধবা। তাই আজ তার পতন অনিবার্য।’
যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে রূপগঞ্জে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। উপজেলার ডেমরা-কালীগঞ্জ সড়কের ইছাখালী এলাকা থেকে উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুমের নেতৃত্বে র্যালিটি শুরু হয়।
র্যালিটি ইছাখালী থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রূপগঞ্জ এলাকায় এসে শেষ হয়। এতে উপজেলা বিএনপি ও যুবদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

-20251028192446.webp)

