ঢাকা বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

পিরোজপুরে অটোচালক হৃদয়ের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ১০:৫৭ পিএম
হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। ছবি- রূপালী বাংলাাদেশ

পিরোজপুরের মঠবাড়িয়ায় অটোচালক কিশোর হৃদয়ের (১৭) হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার বহেড়াতলা ব্রিজসংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করেন নিহত হৃদয়ের বাবা আলমগীর হোসেন, পরিবারের সদস্যরা, শিক্ষার্থী ও স্থানীয় সর্বস্তরের মানুষ।

এ সময় বক্তারা হৃদয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

হৃদয় পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার হালতা গুলিশাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কবুতরখালী গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় হৃদয়। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি। দীর্ঘ খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না মেলায় হৃদয়ের পরিবার মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

নিখোঁজের পরদিন রাতে হৃদয়ের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে এক অজ্ঞাত ব্যক্তি ফোন রিসিভ করে মুক্তিপণ দাবি করে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। এরপর থেকেই পরিবার ও স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করে।

তিন দিন পর, ২১ অক্টোবর বিকেলে বহেড়াতলা ব্রিজসংলগ্ন এলাকা থেকে হৃদয়ের মরদেহ উদ্ধার করে মঠবাড়িয়া থানা পুলিশ।

মঠবাড়িয়া থানার এসআই (তদন্ত) মো. আব্দুল হালিম বলেন, ‘লাশের ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’

তবে ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি।