ঢাকা বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

নিষিদ্ধের দাবি

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ০১:৫৩ এএম

উপকূলীয় নদ-নদীতে মাছ ধরার ক্ষেত্রে চায়না দুয়ারি জালসহ ক্ষতিকর বিদেশি জাল নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সম্মিলিত যুব সংগঠনের আয়োজনে গবেষণা প্রতিষ্ঠান বারসি, স্থানীয় জেলে সম্প্রদায়, কৃষক, পরিবেশবাদী, নাগরিক সমাজ ও বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।  মানববন্ধনে বক্তারা বলেন, চায়না দুয়ারি জাল অত্যন্ত সূক্ষ্ম ফাঁসযুক্ত হওয়ায় এতে মাছের পোনা থেকে শুরু করে ব্যাঙ, শামুক, ঝিনুকসহ প্রায় সব ধরনের জলজ প্রাণি আটকা পড়ে। ফলে মাছের প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে, দেশীয় প্রজাতি বিলুপ্তির সঙ্গে ক্ষুদ্র জেলেরা জীবিকা হারাচ্ছেন। বক্তারা অবিলম্বে এই জালের আমদানি, বিক্রয় ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধের দাবি জানান।