নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরে অটো ছিনতাইয়ের উদ্দেশ্যে কাজল নামে এক অটোচালককে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার চেষ্টা করেছে এক সংঘবদ্ধ ছিনতাই চক্র।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরের দিকে পূর্বাচলের ১৮ নম্বর সেক্টরে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। স্থানীয়দের উপস্থিত বুদ্ধি ও তৎপরতায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান ওই অটোচালক।
প্রাথমিক তদন্তে জানা যায়, অভিযুক্তরা কাজলকে অচেতন করে সিএনজিতে তুলে নির্জন এলাকায় নিয়ে যান। সিএনজি চালাচ্ছিল শাহজাহান, আর পেছনের সিটে বসা জয়নাল কাজলের গলায় দড়ি ও গামছা প্যাঁচিয়ে হত্যার চেষ্টা করছিলেন।
প্রত্যক্ষদর্শী শাওন মিয়া বলেন, ‘আমরা বাইক নিয়ে ঘুরতে বের হয়েছিলাম। একটি সিএনজির মধ্যে একজন লোককে দড়ি দিয়ে বাঁধা ও গলায় গামছা প্যাঁচানো অবস্থায় দেখি। সন্দেহ হলে থামাই। তারা বলল হাসপাতালে নিচ্ছে। পরে বুঝতে পারি, আসলে ছিনতাই করতে এসেছে। তখন আমরা তাদের আটক করি।’
এরপর স্থানীয়রা অভিযুক্তদের গণধোলাই দিয়ে পূর্বাচল আর্মি ক্যাম্পে খবর দেয়। সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজলকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য আশিয়ান হাসপাতালে পাঠায়। পরে শাহজাহান ও জয়নালকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
রূপগঞ্জ থানার পুলিশ জানায়, এটি একটি সংঘবদ্ধ অটো ছিনতাই চক্র এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



