ঢাকা বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

গণভোট নিয়ে বিএনপি-জামায়াত যুদ্ধ করছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০৭:১৫ পিএম
নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি- সংগৃহীত

‘গণভোট নিয়ে বিএনপি ও জামায়াত যুদ্ধ করছে। জামায়াত পিআর নাম নিয়ে সংস্কারের কথা বলছে, কিন্তু তাদের আমি বলতে চাই, আপনারা আগে সংস্কার কী সেটা শিখে আসুন।’—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীতে ‘জুলাই সনদ বাস্তবায়ন রূপরেখা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘অথর্ব নির্বাচন কমিশনের যোগ্যতা যাচাইয়ের জন্য হলেও আগে একটি গণভোট করা যেতেই পারে। এই সুযোগটা কাজে লাগানো যেতে পারে।’

তিনি বলেন, জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, তাহলে দেশে একটা গৃহযুদ্ধ হবে। অন্যান্য রাজনৈতিক দলের কাছে আহ্বান থাকবে, ‘আপনারা দেশটাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না।’

এনসিপির এ নেতা বলেন, ‘জুলাই বিক্রি করতে আসিনি। জুলাইকে সঠিক পথে রাখছি। বিএনপি, জামায়াত আপনারা জাহাজ বানিয়েছেন, তেল আমরা তরুণ প্রজন্ম নিয়ে এসেছি।’
 
তিনি বলেন, ‘বুলেট রেভ্যুলেশনের পর এবার ব্যালট রেভ্যুলেশনে মানুষ জবাব দেবে। আপনারা এমন কিছু করবেন না, যাতে ভোটের মাধ্যমে হারিয়ে যান।’