নির্বাচনের আগে বিএনপিতে যে ষড়যন্ত্র চলছে, তা মোকাবিলায় নেতাদের সতর্ক থাকতে বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, যারা নির্বাচনে মনোনয়ন পাবেন না, তাদেরও দল ভবিষ্যতে যথাযথভাবে মূল্যায়ন করবে।
সোমবার (২৭ অক্টোবর) তারেক রহমান সিলেট, খুলনা, রাজশাহী, বরিশাল ও ঢাকার বিভিন্ন জেলার মনোনয়নপ্রত্যাশী নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন। বিকালে তিনি গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পাঁচ বিভাগের পৃথক মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে আলাদা বৈঠক করেন।
সভায় তারেক রহমান বলেন, ‘এক আসনে একজন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে। সবাই মনোনয়ন পাবেন না। তবে যারা পাবেন না, তাদের বিভিন্নভাবে পুরস্কৃত করা হবে।’
এছাড়া নেতাদের ঐক্যবদ্ধভাবে দলের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের পরামর্শও দেন তিনি। পাশাপাশি দলের প্রতিটি নেতাকে ধানের শীষের পক্ষে কাজ করার নির্দেশ দেন।
পাঁচ বিভাগের অন্তত দশজন মনোনয়নপ্রত্যাশী জানিয়েছেন, সভায় তারেক রহমান নেতাদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন।
তিনি আরও বলেন, ‘মনোনয়ন পাওয়ার পর মিছিল, মিষ্টি বা ফুল বিতরণ করলে দলের ঐক্য ক্ষুণ্ণ হতে পারে।’
সভায় শুধু তারেক রহমান এবং স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য রাখেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সভা পরিচালনা করেন।
এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেন, ‘দল একজন প্রার্থীকে মনোনয়ন দেবে। দেশ ও গণতন্ত্রের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। খুব শিগগির প্রার্থী ঘোষণা করা হবে এবং সবাইকে মিলেমিশে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।’
খুলনা-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী পারভেজ মল্লিক বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন এবং চলমান ষড়যন্ত্র মোকাবিলায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।’



