ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে সিদ্ধান্তহীন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০১:৫৭ পিএম
লিওনেল মেসি। ছবি- সংগৃহীত

লিওনেল মেসি এখনো নিশ্চিত নন, তিনি ২০২৬ সালের বিশ্বকাপে খেলবেন কি না। তবে আর্জেন্টিনার হয়ে আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন এখনো তাড়িয়ে বেড়ায় ফুটবল ইতিহাসের এই জীবন্ত কিংবদন্তিকে।

এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, বিশ্বকাপে খেলা সত্যিই অসাধারণ এক অনুভূতি। আমি সেখানে থাকতে চাই, যদি শরীর-মন দুটোই ভালো থাকে এবং দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি। 

আমি প্রতিদিন নিজের অবস্থা যাচাই করি। ইন্টার মিয়ামির সঙ্গে আগামী প্রি-সিজন শুরু হলে বুঝতে পারব, আমি সত্যিই শতভাগ প্রস্তুত কি না।

২০২২ সালে কাতারে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এই মহাতারকা আরও বলেন, বিশ্বকাপ সব সময়ই স্বপ্ন। আমরা আগেরবার জিতেছি, তাই এবার সেটি রক্ষা করা হবে দারুণ ব্যাপার। সৃষ্টিকর্তা চাইলে আবারও সুযোগ পাব।

মেসি আগেও জানিয়েছেন, সিদ্ধান্তটা সম্পূর্ণ নির্ভর করবে তার শারীরিক ফিটনেসের ওপর। সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে তিনি বলেছিলেন, আমি ভালো থাকলে খেলব। কারণ, যখন ভালো লাগবে না, তখন মাঠে উপভোগ করতে পারব না। তাই যদি মনে করি ভালো নেই, তবে খেলব না।

বর্তমানে ইন্টার মিয়ামির হয়ে দারুণ ছন্দে আছেন মেসি। ২০২৫ মৌসুমে এমএলএস, লিগস কাপ, কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ ও ক্লাব বিশ্বকাপ—সব প্রতিযোগিতাতেই তিনি ছিলেন দলের প্রধান ভরসা। 

এমএলএস মৌসুমে ২৮ ম্যাচে ২৯ গোল করে জিতেছেন ‘গোল্ডেন বুট’। পাশাপাশি এমএলএস এমভিপি পুরস্কারের চূড়ান্ত তালিকায়ও আছেন তিনি।