ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

কারভাহালের নতুন চোটে চাপে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০৩:০৪ পিএম
রিয়াল অধিনায়ক দানি কারভাহাল। ছবি- সংগৃহীত

এল ক্লাসিকো জয়ের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না রিয়াল মাদ্রিদ শিবিরে। বার্সেলোনার বিপক্ষে ম্যাচে মাত্র ১৮ মিনিট খেলে আবারও হাঁটুর চোটে পড়েছেন রিয়াল অধিনায়ক দানি কারভাহাল। একই ইনজুরির পুনরাবৃত্তি হওয়ায় এবার তাকে অস্ত্রোপচারের টেবিলে উঠতে হচ্ছে।

ক্লাবের অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়েছে, কারভাহালের হাঁটুতে ‘লুজ বডি’ ধরা পড়েছে। তাই শিগগিরই আর্থ্রোস্কোপিক সার্জারি করানো হবে। খেলোয়াড়ের সুস্থ হতে প্রায় দুই মাস সময় লাগতে পারে বলে ধারণা চিকিৎসকদের। এর অর্থ—২০২৫ সালে আর মাঠে নামতে পারবেন না স্প্যানিশ এ ডিফেন্ডার।

কারভাহালের জন্য এটি ভয়াবহ ধাক্কা। গত মৌসুমেও দীর্ঘ বিরতি কাটাতে হয়েছিল তাকে। ফেরার পর ডার্বিতে অ্যাটলেটিকোর বিপক্ষে পেশিতে টান ধরেছিল, এবার এল ক্লাসিকোর পর ফের চোট।

রিয়াল কোচ জাভি আলোনসোর সামনে এখন নতুন হিসাব-নিকাশ। ডানপাশের প্রথম পছন্দ ব্যাক ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডও পুরো ফিট নন। এমন পরিস্থিতিতে আবারও ফেদেরিকো ভালভারদেকে ডানপাশ সামলানোর দায়িত্ব নিতে হতে পারে।

দলের সবচেয়ে অভিজ্ঞ রক্ষণের স্তম্ভকে হারানো—মৌসুমের গুরুত্বপূর্ণ পর্যায়ে রিয়ালের জন্য নিশ্চিত বড় ধাক্কা।

চিকিৎসা ও পুনর্বাসন পর্যায় ঠিকঠাক হলে জানুয়ারির আগে মাঠে ফেরার সম্ভাবনা নেই। ফলে লা লিগায় কমপক্ষে ৭ আর চ্যাম্পিয়নস লিগে ৩ ম্যাচে তাকে ছাড়াই নামতে হবে রিয়ালকে।