ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

তুরস্কে রেফারিদের জুয়া কেলেঙ্কারি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০৩:৩৩ পিএম
ছবি- সংগৃহীত

ফুটবল মাঠের সবচেয়ে কঠোর নিয়ন্ত্রক রেফারি। অথচ তাদেরই বড় একটি অংশ বাজির টানে নিরপেক্ষতার সীমানা লঙ্ঘন করেছেন—তুরস্কে এমনই এক চাঞ্চল্যকর কেলেঙ্কারি ঘিরে তৈরি হয়েছে উত্তাল আলোচনা। 

দেশটির ফুটবল ফেডারেশন (টিএফএফ) জানিয়েছে, পেশাদার লিগগুলোতে দায়িত্ব পালন করা ৫৭১ রেফারির মধ্যে ৩৭১ জনের রয়েছে ব্যক্তিগত বেটিং অ্যাকাউন্ট। এর মধ্যে সক্রিয়ভাবে বাজিতে অংশ নিয়েছেন অন্তত ১৫২ রেফারি।

এই তথ্য প্রকাশ্যে আসতেই ইস্তাম্বুলের প্রসিকিউটর অফিস ম্যাচ ফিক্সিং ও বাজিসংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।

টিএফএফ সভাপতি ইব্রাহিম হাজিওসমানগ্লু জানিয়েছেন, রাষ্ট্রীয় সংস্থার সহায়তায় চালানো অনুসন্ধানে রেফারিদের মধ্যে এক বিস্তৃত বাজি নেটওয়ার্কের প্রমাণ মিলেছে। বাজিতে জড়িতদের মধ্যে আছেন সাতজন শীর্ষ পর্যায়ের রেফারি এবং ১৫ জন সহকারী রেফারি।

হাজিওসমানগ্লু জানান, একজন রেফারি একাই ১৮ হাজার ২২৭ বার বাজি ধরেছেন এবং ৪২ জন রেফারি এক হাজারেরও বেশি ম্যাচে অংশ নিয়েছেন। 

তার ভাষায়, আজ থেকেই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যাচ্ছি। অভিযুক্ত রেফারিদের শৃঙ্খলা বোর্ডে পাঠানো হবে এবং নিয়ম অনুযায়ী কঠোর শাস্তির মুখে পড়বেন তারা।

ইস্তাম্বুলের প্রধান পাবলিক প্রসিকিউটর অফিস জানিয়েছে, টিএফএফ সভাপতির বক্তব্যকে তারা আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে গ্রহণ করেছে এবং তদন্ত আরও সম্প্রসারিত হবে। 

প্রসিকিউটররা তুরস্কের ক্রীড়া আইন, ফেডারেশন বিধি এবং বেটিংসংক্রান্ত আইন লঙ্ঘনের সম্ভাব্য দিকগুলো খতিয়ে দেখছেন।