ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

ফিফপ্রোর বর্ষসেরার তালিকায় আর্জেন্টাইন কিংবদন্তি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০২:৪১ পিএম
ফিফপ্রো ওয়ার্ল্ড ১১-এর মনোনয়নে জায়গা পাওয়া ২৬ খেলোয়াড়। ছবি- সংগৃহীত

ফুটবলের সর্বোচ্চ মঞ্চে নিজের শ্রেষ্ঠত্ব বারবার প্রমাণ করে যাচ্ছেন লিওনেল মেসি। ৩৮ বছর বয়সেও থামছেন না তিনি। সোমবার প্রকাশিত ফিফপ্রো ওয়ার্ল্ড ১১-এর বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় ২৬ সদস্যের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন এই আর্জেন্টাইন সুপারস্টার। আগামী ৩ নভেম্বর ঘোষণা করা হবে বছরে সেরা একাদশ।

এই তালিকায় সবচেয়ে বেশি ফুটবলার উঠেছে ইউরোপীয় চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট–জার্মেইন (পিএসজি) থেকে—মোট ৭ জন। রয়েছেন উইলিয়াম পাচো, মারকিনিয়োস, ভিটিনিয়া, জোয়াও নেভেস, আশরাফ হাকিমি, নুনো মেন্ডেস ও বর্তমান ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলে।

রিয়াল মাদ্রিদ থেকে মনোনয়ন পেয়েছেন থিবো কোর্তোয়া, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, জুড বেলিংহাম, ফেদেরিকো ভালভার্দে ও কিলিয়ান এমবাপ্পে।

বার্সেলোনার প্রতিনিধিত্ব করছেন পাও কুবারসি, পেদ্রি, লামিন ইয়ামাল ও রাফিনিয়া।

শীর্ষ তারকাদের তালিকায় আরও আছেন—ক্রিস্টিয়ানো রোনালদো, আরলিং হালান্ড, কেভিন ডে ব্রুইনা, লুকা মদ্রিচ, মোহামেদ সালাহ ও কোল পামার।

জানা গেছে,বছরে সেরা একাদশ খেলোয়াড়দের ভোটেই নির্ধারিত হবে।

ফিফপ্রো ওয়ার্ল্ড ১১ এর বিশেষত্ব হলো—এটি বিশ্বের পেশাদার ফুটবলারদের সরাসরি ভোটে নির্বাচিত হয়। এবারের ভোটে অংশ নিয়েছেন প্রায় ২০ হাজার খেলোয়াড়।