তথ্য উপদেষ্টা মাহফুজ আলম মন্তব্য করেছেন, ‘দেশে এক-এগারো পুনরায় ফিরে আসার মতো পরিবেশ তৈরি হতে পারে। আমরা দেশকে রাজনৈতিক সংঘাতের দিকে নিয়ে যাচ্ছি এবং সংলাপ বা আলোচনার দিকে যাচ্ছি না।’
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে নাগরিক কোয়ালিশন, ব্রেইন, ভয়েস রিফর্ম, ইনোভিশন, ফিনটেক সোসাইটি আয়োজিত ইকোনমিক রিফর্ম সামিটের দ্বিতীয় দিন তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা মাহফুজ বলেন, ‘এক-এগারো আবার ফিরে আসার মতো পরিবেশ তৈরি হতে পারে। রাজনৈতিক সংঘাত হবে—এমন এক জায়গায় আমরা দেশকে নিয়ে যাচ্ছি। আমরা সংলাপ বা আলোচনার দিকে যাচ্ছি না।’
তিনি বলেন, ‘নতুন বন্দোবস্ত বলতে আমরা চেয়েছিলাম শুধু প্রতিষ্ঠানের নাম বদল বা পদ-পদবির রদবদল নয়, বরং সিস্টেমের বদল।’
উপদেষ্টা মাহফুজ বলেন, অনেকে মনে করে আওয়ামী লীগ অনেক বড় শক্তি। না, আওয়ামী লীগ বড় শক্তি নয়। তারা দেউলিয়া হয়ে গেছে। তারা টিকেছিল সিভিল ও মিলিটারি ব্যুরোক্রেসির আনহোলি নেক্সাসের জোরে।
তিনি বলেন, মানুষ বিনিয়োগ করছে না, কারণ মানুষের আস্থা নেই। নির্বাচনের পরে বিনিয়োগ করবে বলে মানুষ অপেক্ষায় আছে। এর মানে এই নয় যে কোনো সংকটের কারণে বিনিয়োগ হচ্ছে না।


