ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

সারা দেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৫৭০

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০৪:২৪ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ৫৭০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ২টি টিপ বার্মিজ চাকু, ১টি ৭ এম এম পিস্তল, ১টি ৭.৭ এমএম পিস্তলের খালি ম্যাগজিন, ১টি ৭.৬২ পিস্তলের খালি ম্যাগজিন ও ৭টি রামদা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৩৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৫৩২ জন। মোট  ১ হাজার ৫৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সন্ত্রাস ও অপরাধ দমনে সারা দেশে বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তর।