ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

সম্প্রীতির খেলায় রাঙ্গামাটি জেলা পুলিশের প্রস্তুতি সভা

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০৪:৩৫ পিএম
রাঙ্গামাটিতে সম্প্রীতি রক্ষায় জেলা পুলিশের খেলাধুলা প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

সম্প্রীতি রক্ষায় রাঙ্গামাটি জেলা পুলিশের উদ্যোগে খেলাধুলা প্রতিযোগিতা আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

আগামী ২ ও ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য মিনি ম্যারাথন, ফুটবল ও হ্যান্ডবল প্রতিযোগিতা সফলভাবে সম্পাদনের লক্ষ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে প্রস্তুতিমূলক আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন। সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পিপিএম।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম এবং রাঙ্গামাটির বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।