ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

‘প্রেমের ফাঁদে ফেলে’ কিশোরীকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ১

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ০৪:১৬ পিএম
আটক প্রধান অভিযুক্ত। ছবি- সংগৃহীত

নাটোরের নলডাঙ্গা উপজেলায় এক কিশোরকে (১৫) গণধর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার (২০ অক্টোবর) রাতে উপজেলার কাশোবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনায় রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে নলডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। পরে রাতেই অভিযান চালিয়ে ঘটনার মূল অভিযুক্ত মনিরুল ইসলাম (৩৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মনিরুল ইসলাম একই উপজেলার সমসখলসী মধ্যপাড়া গ্রামের রমজান আলী শেখের ছেলে। নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরীর সাথে সম্প্রতি মোবাইলে গ্রেপ্তারকৃত মনিরুল ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৯ অক্টোবর রাতে মনিরুল ওই কিশোরীকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে নলডাঙ্গা উপজেলার কাশোবাড়িয়া গ্রামে নিয়ে যান। সেখানে মনিরুল ইসলাম ও তার সাথে থাকা সেলিম ও হাবিব ওই কিশোরীকে ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করেন। পরে ওই কিশোরীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যান। পরে এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নলডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্ত মনিরুল ইসলামকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নলডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় রাতেই ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ঘটনায় সাথে জড়িত মূল অভিযুক্তকে রাতেই গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।