নারী ওডিআই বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর আর কোনো রাখডাক রাখলেন না বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তীরে এসে বারবার তরী ডোবানোকে তিনি ‘দুর্ভাগ্য’ বলতে নারাজ।
শ্রীলঙ্কার বিপক্ষে জেতা ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে এসে অকপটে স্বীকার করলেন, ‘এটা দুর্ভাগ্য নয়, অবশ্যই আমাদের ভুল।’
নারী ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালের ক্ষীণ আশা বাঁচিয়ে রাখতে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। ২০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯৮ বলে ৭৭ রানের অনবদ্য এক ইনিংস খেলে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে গিয়েছিলেন অধিনায়ক জ্যোতি নিজেই।
কিন্তু শেষ ওভারে তিনি আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে সব প্রতিরোধ। তীরে এসে আবারও ডুবে যায় বাংলাদেশের স্বপ্ন।
এই হারটিই প্রথম নয়। এবারের বিশ্বকাপে এর আগেও ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের খুব কাছ থেকে ফিরে আসতে হয়েছে বাংলাদেশকে।
বারবার একই ভুলের পুনরাবৃত্তি নিয়ে প্রশ্ন করা হলে জ্যোতি বলেন, ‘যদি একটা ম্যাচ হতো, তাহলে দুর্ভাগ্যের কথা বলা যেত। যেহেতু এটা তৃতীয়বার ঘটল, আমার মনে হয় আমরাই ভুল করছি। ওই মুহূর্তে (জয়ের জন্য) যা প্রয়োজন, হয়তো আমরা তা করতে পারছি না।’
অধিনায়ক হিসেবে নিজের দায়ও এড়াননি তিনি। জ্যোতি যোগ করেন, ‘আমাদের কিছু সিদ্ধান্তে ভুল হয়েছে। মাঝে কিছু বোলারকে যখন ব্যবহার করার দরকার ছিল, আমরা পারিনি।’