জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সামগ্রিক প্রস্তুতি জানাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছে নির্বাচন কমিশন (সিইসি)।
বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে নির্বাচন ভবন থেকে সিইসি এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশনের গাড়িবহর বঙ্গভবনের উদ্দেশে রওনা হয়। সিইসির সঙ্গে ফুল কমিশনও এ বৈঠকে অংশ নিচ্ছে।
৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর নিয়োগ পাওয়া বর্তমান নির্বাচন কমিশন প্রথমবারের মতো জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত করছে। কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকলেও বড় পরিসরের এই ভোট আয়োজনের সার্বিক দিক রাষ্ট্রপতির কাছে তুলে ধরবেন সিইসি নাসির উদ্দিন।
বৈঠক শেষে রাষ্ট্রীয় উদ্দেশে দেওয়া ভাষণে তপশিল ঘোষণা করতে পারেন সিইসি। বর্তমান প্রক্রিয়া অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


