বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর শুরু হচ্ছে আগামী ২৬ ডিসেম্বর। তবে মাঠে গড়ানোর আগে আবারও আলোচনায় এসেছে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি।
গত আসরে খেলোয়াড় ও টিম স্টাফদের বেতন বকেয়া রাখার অভিযোগে চট্টগ্রাম দলটি তীব্র সমালোচনার মুখে পড়ে। এবছর মালিকানা পরিবর্তন হলেও অনেকের মনে প্রশ্ন ছিল—চট্টগ্রাম রয়্যালস কি বিসিবির কাছে তাদের সব আর্থিক দায় পরিশোধ করেছে?
এই প্রশ্নের জবাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বিপিএল গভর্নিং কাউন্সিল অনুযায়ী প্রতিটি দলের জন্য ফ্র্যাঞ্চাইজি ফি বাবদ ২ কোটি টাকা এবং ব্যাংক গ্যারান্টি বাবদ ১০ কোটি টাকা জমা দেওয়ার নিয়ম রয়েছে। চট্টগ্রাম রয়্যালস এই দুই খাতে বিসিবির কাছে তাদের সকল বকেয়া অর্থ পরিশোধ করেছে।
বিসিবি আরও জানায়, বিষয়টি নিয়ে কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর খবর প্রকাশিত হয়েছে। সে কারণেই পরিষ্কারভাবে সঠিক তথ্য জানানো হলো, যাতে ভুল বোঝাবুঝি না থাকে।
উল্লেখ্য, এবারের বিপিএলের পর্দা উঠবে সিলেট পর্ব দিয়ে আগামী ২৬ ডিসেম্বর। এরপর চট্টগ্রাম ও ঢাকায় তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে মোট ৩৪টি ম্যাচ।
আগামী ২৩ জানুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।
এবারের আসরে অংশ নিচ্ছে মোট ছয়টি দল। এর মধ্যে পুরোনো দুটি ফ্র্যাঞ্চাইজি হলো ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স। আর নতুন ও বাকি দলগুলো হলো সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স এবং নোয়াখালী এক্সপ্রেস।


