চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, শীতের চাদর, মদ ও গরু জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত চালানো অভিযানে এসব পণ্য জব্দ করা হয়। জব্দ করা সব পণ্যই চোরাই পথে ভারত থেকে এসেছে।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে ৫৩ বিজিবির অধিনায়ক কাজী মুস্তাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী গ্রামে বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় ভারতীয় ২৮টি শাড়ি, ৩১টি শীতের চাদর ও ২টি গরু জব্দ করা হয়।
জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা। শাড়ি, চাদর ও গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
এদিকে, বিজিবির আরেকটি দল শিবগঞ্জ উপজেলার গাইপাড়ায় অভিযান চালিয়ে ভারতীয় ৪৭ বোতল মদ জব্দ করে। জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।


