ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

শিবির নেতার বাবাকে গুলি করে হত্যা

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ০২:৩৯ পিএম
ছেলে শফিকুল ইসলামের সঙ্গে তাঁর নুরুল ইসলাম। ছবি- সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় এক ছাত্রশিবির নেতার বাবাকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।

আজ বুধবার ভোরে বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা চৌধুরী পুকুরপাড় এলাকা থেকে নিহত নুরুল ইসলাম (৫৫) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

নুরুল ইসলাম পেশায় অটোরিকশার চালক। তিনি বড়হাতিয়া ইউনিয়নের রমজান আলী সিকদার পাড়ার বাসিন্দা। তার ছেলে শফিকুল ইসলাম ইসলামী ছাত্রশিবিরের বড়হাতিয়া ইউনিয়ন শাখার দায়িত্বে আছেন।

বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিজুল হক জানিয়েছেন, নুরুল ইসলাম রাতে অটোরিকশা চালাতেন। ভোরে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ফজরের নামাজে যাওয়ার সময় স্থানীয়রা তাকে কুমিরাঘোনা এলাকায় পড়ে থাকতে দেখে। দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে শফিকুল ইসলাম বলেন, ‘আমরা প্রথমে মনে করেছিলাম বাবা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। বড় সোয়েটার পরা ছিল, তাই গুলির চিহ্ন চোখে পড়েনি। হাসপাতালে নেওয়ার পরই পিঠে গুলি দেখি।’

লোহাগাড়া থানার এসআই মাঈন উদ্দিন জানান, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নুরুল ইসলামের শরীরে কমপক্ষে ২৬টি ছররা গুলি পাওয়া গেছে। তার অটোরিকশাতেও গুলির চিহ্ন আছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।