ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১২৫টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঘোষিত তালিকায় দিনাজপুর-৩ আসনে দলটির জেলা আহ্বায়ক আ হ ম শামসুল মুকতাদিরকে প্রার্থী করা হয়েছে।
এই আসনেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিএনপি। পাশাপাশি আসনটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মইনুল আলম।
গত নভেম্বরের শুরুতেই এনসিপি ঘোষণা দিয়েছিল, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না দলটি। কিন্তু সেই কথা রাখেনি দলটি।
নভেম্বরের ৩ তারিখ বিএনপি প্রথম ধাপে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করে। এর এক দিনের মাথায় ৪ নভেম্বর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছিলেন, তার দল খালেদা জিয়ার বিরুদ্ধে প্রার্থী দেবে না। তাতে দলটি প্রশংসাও কুড়িয়েছিল নেটিজেনদের কাছ থেকে।
তবে, আজ বুধবার (১০ ডিসেম্বর) এনসিপি যে ১২৫টি আসনে প্রার্থী দিয়েছে, তাতে দেখা গেছে, দিনাজপুর-৩ আসনে শাপলা কলির প্রার্থী আ হ ম শামসুল মুকতাদির। তিনি এনসিপির দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক।
আসনটিতে ধানের শীষ নিয়ে লড়ার কথা খালেদা জিয়ার। বিএনপি ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী, ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে ভোট করবেন তিনি।

