ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ০৩:৫২ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনসহ নানা দাবিতে কারখানার সামনে আন্দোলনে নেমেছেন শ্রমিকেরা।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া এলাকার কেটেক্স ফ্যাশন ক্লোথিং লিমিটেড কারখানার সামনে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন।

শ্রমিক ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, গত অক্টোবর ও নভেম্বর মাসের বেতন পরিশোধে বারবার তারিখ ঘোষণা করেও তা বাস্তবায়ন করেনি কর্তৃপক্ষ। নির্ধারিত তারিখে টাকা পরিশোধ না করে প্রতিবার নতুন তারিখ দেওয়া হয়। সর্বশেষ গতকাল ৯ ডিসেম্বর বেতন দেওয়ার কথা থাকলেও তা হয়নি। আজ সকালে শ্রমিকেরা কারখানায় এসে দেখেন, হঠাৎ করেই মূল ফটকে তালা ঝুলিয়ে রাখা হয়েছে।

শ্রমিক মান্নান মিয়া বলেন, ‘আমরা অনেক দিন ধরেই বেতন পাওয়ার জন্য আন্দোলন করছি। কিন্তু কর্তৃপক্ষ আমাদের দুঃস্থতার কথা চিন্তা না করে শুধু মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছে।’

আরেক শ্রমিক মামুন মিয়া বলেন, ‘স্থানীয় নেতাদের মধ্যস্থতায় কয়েক দফা বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কর্তৃপক্ষ। সে কারণে আমরা বারবার ঘরে ফিরে গেছি। কিন্তু আর প্রতারিত হব না। বেতন না পাওয়া পর্যন্ত এখানেই থাকব।’

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। শিল্প পুলিশের সঙ্গে শ্রমিক ও কর্তৃপক্ষের প্রতিনিধিদের নিয়ে আলোচনা হয়েছে। শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আলোচনা চলছে। আশা করছি দ্রুত সমাধান হবে।’