ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

সিইসির তপশিল সংক্রান্ত ভাষণ রেকর্ড বিকেল চারটায়

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ০৪:০৭ পিএম
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। ছবি- সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের ভাষণ রেকর্ড করা হবে আজ বুধবার বিকেল চারটায়। সেই ভাষণ জনসাধারণের উদ্দেশ্যে কখন প্রচার করা হবে তা নির্ধারণ করবে কমিশন।
 
বুধবার দুপুরে বঙ্গভবনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তার সঙ্গে ছিলেন চার নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
 
এরপর ইসি সচিব আখতার আহমেদ বলেন, ভাষণ রেকর্ডের আগে নির্বাচন কমিশন একটি বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। সিদ্ধান্ত জানার পর তিনি তা সাংবাদিকদের জানাবেন।
 
রেওয়াজ অনুযায়ী, জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণার আগে নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়ে থাকে। এরপর সিইসি বিটিভি ও বেতারের মাধ্যমে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে নির্বাচনের তপশিল ঘোষণা করেন।

এবার সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে। এ দুটি নির্বাচনের তপশিল একই সঙ্গে ঘোষণা করা হবে।

ইসি সচিব জানান, জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে। রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন।