আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ লক্ষ্যে তিনি ইতোমধ্যে তার কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন বলে জানিয়েছেন।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তবে উপদেষ্টা পরিষদ থেকে তিনি কবে পদত্যাগ করবেন— সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
সংবাদ সম্মেলনে সাংবাদিকরা জানতে চান— তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না, কবে দিচ্ছেন এবং কোন আসন ও দল থেকে নির্বাচন করছেন। জবাবে আসিফ মাহমুদ বলেন, তিনি নির্বাচন করবেন— এটি নিশ্চিত, তবে এখনো দল বা আসন নির্ধারণ করেননি। সিদ্ধান্ত হলে তিনি জানাবেন। আর পদত্যাগ সংক্রান্ত তথ্য সরকার প্রধানের প্রেস উইং থেকেই প্রকাশ করা হবে বলে জানান।
তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী ২–৩ দিনের মধ্যেই সব পরিস্থিতি পরিষ্কার হয়ে যাবে।
আসিফ মাহমুদকে বিএনপিতে যোগদান বা এনসিপি থেকে ঢাকা-১০ আসনে প্রার্থী হওয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি ইঙ্গিত দেন, বিএনপিতে যাওয়ার সম্ভাবনা নেই। কারণ, ওই আসনে ইতোমধ্যে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। তবে এনসিপি তার সঙ্গে যোগাযোগ করেছিল বলে তিনি জানান।
যদিও সরাসরি ঘোষণা দেননি, তবুও তার বক্তব্য ও সাম্প্রতিক পদক্ষেপে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তিনি ঢাকা-১০ আসন থেকেই নির্বাচনে দাঁড়াতে পারেন। সম্প্রতি তিনি ধানমন্ডিতে ভোটার হয়েছেন এবং এ আসনে তার মন্ত্রণালয় থেকে বিশেষ বরাদ্দ দেওয়ার অভিযোগও উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি ঢাকা-১০ নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন।
সংবাদ সম্মেলনের শুরুতে তিনি তার অধীনস্থ মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পালনকালে সম্পন্ন হওয়া বিভিন্ন কাজের প্রতিবেদন উপস্থাপন করেন।


