ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে আসা কৃষক সুস্থ হয়ে বাড়ি ফিরলেন

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ০৫:৩৪ পিএম
রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে আসা কৃষক। ছবি- রূপালী বাংলাদেশ

রাসেলস ভাইপারের কামড় খেয়ে সাপসহ হাসপাতালে ছুটে আসা কুষ্টিয়ার কৃষক কুদ্দুস আলী শেখ (৬৫) এখন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সরেজমিনে গেলে তাকে পাওয়া যায়নি। 

তবে হাসপাতালে দায়িত্বে থাকা চিকিৎসক নিশ্চিত করেছেন যে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এর আগে, গত সোমবার দুপুরে দৌলতপুর উপজেলার চিলমারী চরে ফসলের খেতে যাওয়ার পথে কলাবাগানের পাশে আকস্মিকভাবে তাকে ছোবল মারে বিষধর রাসেল ভাইপার। 

কুদ্দুস আলী জানান, ছোবল দেওয়ার পর কোনো সাপ তা নিশ্চিত হতে তিনি লাঠি দিয়ে আঘাত করে সাপটিকে ধরে ফেলেন। পরে তিনি মোবাইল করে ছেলেদের বিষয়টি জানান। 

খবর পেয়ে পরিবারের সদস্যরা মোটরসাইকেল নিয়ে মাঠে গিয়ে তাকে এবং আহত সাপটিকে একটি কৌটায় ভরে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সাপটি দেখে দ্রুত রোগীকে অ্যান্টিভেনম দেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. ইকবাল হোসেন জানান, চিকিৎসা গ্রহণের পর কুদ্দুস আলী এখন পুরোপুরি সুস্থ আছেন এবং তিনি বাড়ি ফিরে গেছেন।