ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

বিগ ব্যাশে রিশাদের প্রথম ম্যাচ ১৬ ডিসেম্বর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ০৬:২৪ পিএম
রিশাদ হোসেন। ছবি- সংগৃহীত

সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে খেলতে দেশ ছেড়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। টানা দ্বিতীয় মৌসুমে তরুণ এই স্পিনারকে দলে নিয়েছে হোবার্ট হারিকেনস। তবে এবারই বিগ ব্যাশে অভিষেক হতে যাচ্ছে রিশাদের।

আগামী ১৪ ডিসেম্বর শুরু হচ্ছে বিগ ব্যাশ লিগের নতুন আসর। আর বাংলাদেশের মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর সিডনি থান্ডারের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে হোবার্ট হারিকেনস। সেই ম্যাচ দিয়েই বিগ ব্যাশে যাত্রা শুরু করবেন রিশাদ হোসেন।

হোবার্ট হারিকেনসের অধিনায়ক নাথান এলিস। দলে রিশাদের সতীর্থ হিসেবে রয়েছেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। তাদের মধ্যে উল্লেখযোগ্য টিম ডেভিড, ম্যাথু ওয়েড, বেন ম্যাকডারমট, জ্যাক ওয়েদারাল্ড ও বিউ ওয়েবস্টার।

বিদেশি খেলোয়াড় হিসেবে রিশাদের সঙ্গে আছেন ইংল্যান্ডের লেগ স্পিনার রেহান আহমেদ ও পেসার ক্রিস জর্ডান।

বিগ ব্যাশে প্রতি ম্যাচে সর্বোচ্চ তিনজন বিদেশি খেলোয়াড় খেলানোর সুযোগ রয়েছে। রিশাদ সেই কোটা থেকেই দলে জায়গা পেয়েছেন। গত মৌসুমে বিসিবির অনাপত্তিপত্র না পাওয়ায় বিগ ব্যাশে খেলার সুযোগ হয়নি তার। তবে এবার বিসিবির ছাড়পত্র পাওয়ায় বিপিএল ছেড়ে বিগ ব্যাশেই খেলছেন এই তরুণ লেগ স্পিনার।

রিশাদের আগে বাংলাদেশের হয়ে বিগ ব্যাশে খেলেছেন শুধু সাকিব আল হাসান। তিনি অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগেডসের হয়ে দুটি মৌসুম খেলেছিলেন।

হোবার্ট হারিকেনস স্কোয়াড

নাথান এলিস (অধিনায়ক), রেহান আহমেদ (ইংল্যান্ড), রিশাদ হোসেন (বাংলাদেশ), ক্রিস জর্ডান (ইংল্যান্ড), ইয়ান কার্লিসে, নিখিল চৌধুরী, টিম ডেভিড, বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, মিচেল ওয়েন, বিলি স্ট্যানলেক, ম্যাথু ওয়েড, জ্যাক ওয়েদারাল্ড, বিউ ওয়েবস্টার ও ম্যাক রাইট।