ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

দলে না রাখায় কোচকে ‘হত্যাচেষ্টা’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ০১:০৩ পিএম
কোচ ভেঙ্কটারামন। ছবি- সংগৃহীত

ভারতের পন্ডিচেরিতে অনূর্ধ্ব-১৯ দলের কোচ এস ভেঙ্কটারামনের ওপর হামলার অভিযোগ উঠেছে তিন ক্রিকেটারের বিরুদ্ধে। গুরুতর আঘাত পেয়ে ভেঙ্কটারামনের কপালে ২০টি সেলাই লেগেছে এবং তার কাঁধের হাড়ে চিড় ধরেছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তিন ক্রিকেটার—কার্তিকেয়া জয়সুন্দর, এ আরাভিন্দারাজ ও এস সন্তোষ কুমার—পলাতক এবং তাদের খুঁজছে পুলিশ।

ঘটনার পটভূমি হলো, ভারতের ঘরোয়া টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলি ট্রফিতে স্কোয়াডে না রাখার বিষয়টি নিয়ে সমস্যা দেখা দেয়।

অভিযোগ উঠেছে, স্থানীয় ক্রিকেটারদের বদলে ভিন্ন এলাকার ক্রিকেটাররা দলভুক্ত হচ্ছেন, যা কোচ ও কর্মকর্তারা অস্বীকার করেছেন।

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, ‘এই ঘটনায় গুরুতর অভিযোগ উঠেছে এবং বিষয়টি শিগগিরই খতিয়ে দেখা হবে।’

ভুক্তভোগী কোচ ভেঙ্কটারামন অভিযোগ করেছেন, গত ৮ ডিসেম্বর বেলা ১১টায় সিএপি কমপ্লেক্সের মধ্যে সিনিয়র ক্রিকেটাররা তাকে হেনস্তা করে।

তারা দাবি করেছিল, কোচের কারণে তারা স্কোয়াডে জায়গা পাননি। হামলার সময় তারা বলেন, ‘আমরা তাকে মারার পরই দলভুক্ত হব।’

এই ঘটনায় সিএপি সচিব থানায় তিন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এ ছাড়াও ভারতিদাসান পন্ডিচেরি ক্রিকেটার্স ফোরামের সচিব জি চন্দ্রনের নামও ইন্ধনকারী হিসেবে উল্লেখ করা হয়েছে।