ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

গায়ের রং নিয়ে ট্রল ও কটাক্ষের শিকার দম্পতি

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ০১:৩২ পিএম
রিশভ রাজপুত ও সোনালি চৌকসের বিয়ে। ছবি- সংগৃহীত

কলেজে পরিচয়, দীর্ঘ ১১ বছরের ভালোবাসা, আর গত মাসে রঙিন আয়োজনে বিয়ে—এটাই ছিল মধ্যপ্রদেশের জব্বলপুরের রিশভ রাজপুত ও সোনালি চৌকসের জীবনের সবচেয়ে আনন্দের গল্প। কিন্তু সেই আনন্দের মুহূর্তই সোশ্যাল মিডিয়ায় পরিণত হয় ট্রল আর কটাক্ষের শিকার হওয়া এক তিক্ত অভিজ্ঞতায়।

গত ২৩ নভেম্বর বিয়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন এই দম্পতি। মুহূর্তেই তা ভাইরাল হয়। কিন্তু অভিনন্দনের পাশাপাশি আসে অসংখ্য কুরুচিপূর্ণ মন্তব্য।

অনেকেই রিশভের গায়ের রঙ নিয়ে কটাক্ষ করেন, তাকে নিয়ে বানানো হয় ‘মিম’ ও বিদ্রূপাত্মক পোস্ট। কেউ কেউ আবার সোনালিকে কটাক্ষ করে বলেন, তিনি নাকি টাকার জন্য বিয়ে করেছেন।

দম্পতি জানান মানুষ আমারেদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘ওর নিশ্চয়ই সরকারি চাকরি বা অনেক টাকা আছে।’ আবার কেউ বলেন, এমন স্বামীর সঙ্গে কি কেউ সুখী হতে পারে? এমনকি রিশভের বাবাকে ‘মন্ত্রী’ বলেও গুজব ছড়ানো হয়।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে রিশভ বলেন, এটা ছিল আমাদের জীবনের সবচেয়ে আনন্দের সময়। এত বছর অপেক্ষার পর বিয়ে করেছি। কিন্তু মানুষের এমন মন্তব্য দেখে খুব কষ্ট পেয়েছি। অবাক হয়েছি।

তিনি জানান, ১১ বছরের সম্পর্কের সময়ে কখনো কেউ বলেনি যে তারা নাকি ‘মিসম্যাচ’। শুধু গায়ের রঙের কারণে এমন আক্রমণ তিনি মেনে নিতে পারেননি।

এ বিষয়ে সোনালি বলেন, মানুষ যখন আমার স্বামীকে নিয়ে খারাপ কথা বলে বা আমাকে ‘গোল্ড ডিগার’ বলে, তখন খারাপ লাগে। মনে হয়, মানুষ কি আমাদের এভাবেই দেখে?

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে রিশভ ট্রলদের জবাব দেন। তিনি লেখেন, দুঃখিত, আপনাদের ধারণা ভুল। আমি সরকারি চাকরিজীবী নই। কিন্তু পরিবারকে সম্মানের সঙ্গে ভালো জীবন দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করি।

তিনি আরও লেখেন, কলেজে পড়ার সময় যখন তার কিছুই ছিল না, তখনই সোনালি তাকে ভালোবেসেছিল। ভালো-মন্দ সব সময় পাশে ছিল।

রিশভ আরও বলেন, আমার গায়ের রঙ কালো—এটা আমি জানি। সারা জীবন এই বিষয়টি নিয়ে বৈষম্যের শিকার হয়েছি। কিন্তু আমার স্ত্রীর চোখে আমি একজন ভালো স্বামী হওয়ার চেষ্টা করছি—এইটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বিবিসির প্রতিবেদনে আরও জানা যায়, ২০১৪ সালে কলেজের জুলজি ক্লাসে প্রথম পরিচয় তাদের। এক বছর পর শুরু হয় সম্পর্ক। বিয়ের সিদ্ধান্ত বহু আগেই ছিল।

রিশভ বলেন, ৩০ সেকেন্ডের ভিডিও দেখে কেউ পুরো সম্পর্ক বিচার করতে পারে না। এই বিয়ের পেছনে আছে ১১ বছরের ভালোবাসা ও পরিশ্রম।