ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি অফিস ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ এখনও নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
জাকার্তা শহরের পুলিশ প্রধান সুশাত্যো পুরনোমো কন্দ্রো জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে আগুনের সূত্রপাত হয়। তখন ভবনের কিছু কর্মী খাবারের বিরতিতে ছিলেন।
পুলিশ আরও জানায়, আগুনের শুরু ঘটে প্রথম তলায় একটি ব্যাটারির বিস্ফোরণের কারণে, এরপর আগুন ধীরে ধীরে উপরের তলায় ছড়িয়ে পড়ে।
ভবনে একটি ড্রোন প্রস্তুতকারী কোম্পানি রয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে বেশিরভাগই নারী, একজন গর্ভবতী। প্রত্যেকের মৃত্যুর কারণ সম্ভবত আগুন নয়, ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট হয়ে মৃত্যু হয়েছে।
দৃশ্যমান ভিডিও ফুটেজে দেখা গেছে, কর্মীদের উদ্ধার করতে ফায়ারফাইটাররা ২৮টি ইঞ্জিন এবং প্রায় ১০০ জন কর্মী নিয়ে কাজ করছেন। উদ্ধারকাজে এয়ারিয়াল ল্যাডার ব্যবহার করা হয়েছে।
আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে। উদ্ধারকর্মীরা মূলত ভবনের উপরের তলাগুলোতে নজর দিচ্ছেন। পুলিশ জানায়, ষষ্ঠ তলায় প্রবেশ করাটা বিশেষভাবে কঠিন ছিল। এবং তারা মৃতদের সনাক্তকরণ ও নিখোঁজদের খোঁজে কাজ চালিয়ে যাচ্ছেন।
সূত্র : বিবিসি


