ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

চীনে আবাসিক ভবনে আগুন, নিহত ১২

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ১০:৪৩ এএম
ছবি - সংগৃহীত

চীনের গুয়াংডং প্রদেশের শান্টো এলাকার একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। 

বুধবার (১০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম শিনহুয়া নিউজ এজেন্সি।

প্রতিবেদনে শিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটের দিকে গুয়াংডং প্রদেশের শান্টোতে চারতলা একটি ভবনে আগুন লাগে এবং রাত ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় ১২ জন প্রাণ হারিয়েছে। 

এর আগে, গত মাসে হংকংয়ের পার্শ্ববর্তী গুয়াংডংয়ে বেশ কয়েকটি উচ্চমানের আবাসিক টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬০ জন নিহত হয়।