ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

মাদারীপুরে রোকেয়া দিবসে অদম্য নারীদের সংবর্ধনা প্রদান

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ১১:১৪ এএম
নারীদের সংবর্ধনা প্রদান। ছবি: রূপালী বাংলাদেশ

মাদারীপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে ‘‘অদম্য নারী পুরষ্কার’ কার্যক্রমের অংশ হিসেবে আলোচনা সভা ও অদম্য নারীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

এবারের প্রতিপাদ্য বিষয় ছিল- “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি।”

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় মাদারীপুর সমন্বিত সরকারি ভবনে এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় অদম্য ও সাফল্য অর্জনকারী নারীদের মধ্যে বিশেষ সম্মাননা স্মারক এবং সনদপত্র প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম।

মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারীদের সংবর্ধনা প্রদান করা হয়। জেলা পর্যায়ে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করেছেন রেবেকা সুলতানা (বলাকা)। সফলজননী হয়েছেন ফকরুন নেসা।

শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন রাধা রানী কুন্ডু। সমাজ উন্নয়নে অসামান্য অবদানকারী হয়েছেন রাশিদা বেগম। নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন সাথী আক্তার।

উপজেলা পর্যায়ে সফল জননী হয়েছেন শিল্পী বেগম। শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন চায়না শেখ। সমাজ উন্নয়নে অসামান্য অবদানকারী নারী মর্জিনা বেগম। নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন লামিয়া আক্তার।

মাদারীপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শারমিন শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন কিশোর-কিশোরী ক্লাবের আবৃত্তি প্রশিক্ষক আশিক মাহমুদ ও খাদিজা আক্তার রিপা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল-নোমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ফারিহা রফিক ভাবনা, সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাব, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা আনিসুর রহমান, নারী নেত্রীসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।