সিনেমার ১৩০ বছরে বেইজিংয়ে ১৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
এপ্রিল ২৩, ২০২৫, ১১:১৮ পিএম
চলচ্চিত্রের ১৩০ বছর, চীনা সিনেমার ১২০ বছর আর বেইজিং ফেস্টিভালের ১৫ বছর—এই তিন যুগপৎ মাইলফলককে ঘিরে এবার বেইজিং যেন পরিণত হয়েছে এক বিশাল পর্দাঘেরা স্বপ্নরাজ্যে। ১৮ এপ্রিল থেকে শুরু হয়ে ২৬ এপ্রিল পর্যন্ত চলবে ১৫তম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (বিজেআইএফএফ), যেখানে ইতিহাস, সংস্কৃতি আর আধুনিকতার এক অনুপম মেলবন্ধন দেখা যাচ্ছে।
এই...