ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

ভারতীয় পেঁয়াজ ও চিনি জব্দ করল বিজিবি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ০২:২৬ পিএম
জব্দকৃত পেঁয়াজ ও চিনি । ছবি- সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যাদুকাটা নদী পথে অভিযান চালিয়ে প্রায় তিন লাখ টাকার ভারতীয় পেঁয়াজ ও চিনি জব্দ করেছে।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকার যাদুকাটা নদী দিয়ে ভারতীয় অবৈধ পণ্য পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে লাউড়েরগড় অংশে অভিযান চালানো হয়। দীর্ঘক্ষণ অভিযান শেষে ২টি বারকী নৌকা থেকে ১,৫৭৫ কেজি ভারতীয় পেঁয়াজ এবং ১০০ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের বাজার মূল্য প্রায় ২ লাখ ৭১ হাজার টাকা।

বিজিবির অধিনায়ক জাকারিয়া কাদির জানান, সীমান্তবর্তী যাদুকাটা নদী পথে এই ধরনের চোরাচালানের ঘটনা আমাদের নজরে এসেছে। ভবিষ্যতেও চোরাচালানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।