ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

পটুয়াখালী-১ আসনে ইসলামী আন্দোলনের নির্বাচনি মোটরসাইকেল শোভাযাত্রা

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ০৩:২২ পিএম
মাওলানা আবুল হাসান বুখারী। ছবি: সংগৃহীত

পটুয়াখালী-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা আবুল হাসান বুখারীর নির্বাচনি প্রচারের অংশ হিসেবে বুধবার (১০ ডিসেম্বর) সকালে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শহরের ঝাউতলায় শহীদ হৃদয় তরুয়া চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে পটুয়াখালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

প্রায় তিন শতাধিক মোটরসাইকেল নিয়ে দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং হাতপাখা প্রতীককে ভোট দেওয়ার আহ্বান জানায়।

শোভাযাত্রাটি পটুয়াখালী শহর প্রদক্ষিণ শেষে মির্জাগঞ্জ ও দুমকি উপজেলা ভ্রমণ করে। এতে প্রার্থী মাওলানা আবুল হাসান বুখারীসহ জেলা কমিটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।