বিএনপি থেকে পদত্যাগ করে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হয়েছেন মেজর (অব.) মঞ্জুর কাদের। বুধবার (১০ ডিসেম্বর) এনসিপি কেন্দ্রীয় কমিটি ঘোষিত ১২৫ জনের তালিকায় তার নাম রয়েছে।
এর আগে সোমবার (৮ ডিসেম্বর) ব্যক্তিগত কারণ দেখিয়ে বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পদ ও দলের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আবেদন করেন মঞ্জুর কাদের। দলটির পক্ষ থেকে যা মঙ্গলবার (৯ ডিসেম্বর) গ্রহণ করা হয়েছে।
তথ্য অনুসন্ধানে জানা গেছে, মঞ্জুর কাদের ১৯৮৬ সালে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। এরপর জাতীয় পার্টিতে যোগ দিয়ে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসন থেকে ১৯৮৬ ও ১৯৮৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।
ওই সময় ১৯৮৮ সালের ৩ মার্চ থেকে ১৯৯০ সালের ৪ ডিসেম্বর পর্যন্ত পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯৬ সালে জাতীয় পার্টি ত্যাগ করে বিএনপিতে যোগ দেন মঞ্জুর কাদের।
এরপর ১৯৯৬ সালে পাবনা-১ আসন থেকে এবং ২০০১ সালে সিরাজগঞ্জ-৬ (চৌহালী ও শাহজাদপুর) আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরবর্তী সময়ে এই আসনের সীমানা পরিবর্তন হয়ে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসন করা হয়।
২০০৮ সালের নির্বাচনেও এই আসন থেকে বিএনপির মনোনয়ন পান মঞ্জুর কাদের। তবে সেই সময় মাত্র ২৫২ ভোটের ব্যবধানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাসের কাছে হেরে যান তিনি।
এবার এনসিপিতে যোগদান করে এই আসনটিতে মনোনয়ন পেয়েছেন তিনি। একই আসনে বিএনপি থেকে কেন্দ্রীয় কমিটির (রাজশাহী বিভাগীয়) সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম এবং জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম মনোনয়ন পেয়েছেন।

