ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

ছাত্রদলের হামলায় আহত তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিব মারা গেছে

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ০৬:৪২ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের মোর্শেদ-তরুণ-সেলিম গ্রুপ এবং সুইডেন-আসলাম গ্রুপের হামলায় আহত শিক্ষার্থী সাকিবুল হাসান রানা মারা গেছেন।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় তার মৃত্যু হয়। রানা ৫ দিন ধরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

তেজগাঁও কলেজের সাধারণ শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, ছাত্রাবাসে ছাত্রদলের মোর্শেদ–তরুণ–সেলিম গ্রুপ এবং সুইডেন–আসলাম গ্রুপ দীর্ঘদিন ধরেই মাদক সেবন, বহিরাগত ছাত্র হলে রাখা এবং চাঁদাবাজির মাধ্যমে আধিপত্য বিস্তার করে আসছিল।

গত শনিবার (৬ ডিসেম্বর) রাতে হলের তলায় বসে মাদক সেবন করলে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে বাধা দেয়। এরপর বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়।

এরপর ছাত্রদলের মোর্শেদ–তরুণ–সেলিম গ্রুপ বহিরাগত শতাধিক লোক নিয়ে হলের সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া করে বেধড়ক পিটিয়ে তিনজনকে আহত করে। এর মধ্যে গুরুতর আহত হন তেজগাঁও কলেজের উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের (২০২৪–২৫) সেশনের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা।

তাকে গুরুতর অবস্থায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা দ্রুত আইসিইউতে ভর্তি করার পরামর্শ দেন। এরপর তাকে দ্রুত মালিবাগের প্রশান্ত হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। ৫ দিন ধরে আইসিইউতে চিকিৎসা চলার পর আজ তার মৃত্যু হয়।

ঘটনাটি নিয়ে মামলা না করার জন্য নিহত শিক্ষার্থীর পরিবারের ওপর চাপ দেওয়ার অভিযোগ রয়েছে।

এদিকে হামলাকারীরা পরিচিত হওয়া সত্ত্বেও কলেজ কর্তৃপক্ষ অজ্ঞাতনামা আসামি দেখিয়ে মামলা করতে থানায় গেলে পুলিশ নাম ছাড়া মামলা নিতে অস্বীকার করেছে।

এ বিষয়ে তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শামিমা ইয়াসমিনকে একাধিকবার ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি। অন্য একটি সূত্র জানিয়েছে, তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না।