ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

বায়ুদূষণে ফের ‘অস্বাস্থ্যকর’ ঢাকা

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ০৮:২৯ এএম
ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত বাড়ছে বায়ুদূষণ, আর সেই চাপ থেকে রেহাই পাচ্ছে না মেগাসিটিগুলোও। দীর্ঘদিন ধরে ধুলা -ধোঁয়ায় ঢাকা, রাজধানী কিছুদিন আগে সামান্য স্বস্তি পেলেও সম্প্রতি আবারও বায়ুদূষণ বেড়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৭টা ৫০ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্যানুসারে, একিউআই ২০২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ৬ষ্ঠ স্থানে রয়েছে ঢাকা। এই মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

এদিকে, একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, যার স্কোর ২৫৩। এছাড়া ২৫০ স্কোর নিয়ে ভারতের কলকাতা শহর রয়েছে দ্বিতীয় অবস্থানে। তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচী শহর, স্কোর ২৪৩। ২২৯ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় প্রদেশ, আর পঞ্চম অবস্থানে থাকা ভারতের দিল্লি শহরের স্কোর ২১৮।


 
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

একিউআই ২০১–৩০০ হলে সাধারণ মানুষকে বাইরে অপ্রয়োজনীয় কাজ সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়, আর শিশু, প্রবীণ ও অসুস্থদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়।

ঢাকার বায়ুদূষণ পরিস্থিতি আবারও উদ্বেগজনক অবস্থায় পৌঁছায়। বিশেষজ্ঞরা বলছেন, শীতকালে ধুলা, নির্মাণকাজ, যানবাহনের ধোঁয়া ও ইটভাটার প্রভাব এ দূষণ আরও বাড়িয়ে তোলে।