রাজধানী ঢাকায় প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক কর্মসূচির কারণে যানজট ও সড়কভোগান্তি দেখা দেয়। সভা, সমাবেশ, সম্মেলন কিংবা প্রেস ব্রিফিংয়ের প্রভাবে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চলাচল বিঘ্নিত হয়। তাই বের হওয়ার আগে আজ কোথায় কী কর্মসূচি রয়েছে, তা জেনে নেওয়াই বুদ্ধিমানের।
বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত হতে যাওয়া উল্লেখযোগ্য কয়েকটি কর্মসূচির সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো—
বিএনপির আলোচনা সভা
সকাল সাড়ে ১০টায় খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভার উদ্বোধন করবেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সভাপতিত্ব করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ইসলামী ছাত্রশিবিরের সেমিনার
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবির তথ্যচিত্র প্রদর্শনী ও সেমিনারের আয়োজন করেছে। সকাল ১০টায় সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমী।
স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি
সকাল ১০টা থেকে দিনব্যাপী মহাখালী স্বাস্থ্য অধিদপ্তর প্রাঙ্গণে কর্মবিরতি পালন করবেন সারাদেশের স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা। ‘বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন’-এর ব্যানারে ছয় দফা দাবিতে টানা ১২তম দিনের মতো পূর্ণদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলবে।
সামরিক সম্মেলন
সকাল ১০টায় সাভার ক্যান্টনমেন্টে আরভিএফ কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত হবে।
র্যাবের প্রেস ব্রিফিং
পল্টনে র্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেপ্তার এবং লালবাগে এক কারখানা কর্মচারী হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন আটক সংক্রান্ত বিষয়ে র্যাব ও পুলিশের যৌথ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।
এনসিপির সংবাদ সম্মেলন
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থীদের প্রথম ধাপের প্রাথমিক তালিকা ঘোষণা উপলক্ষে সকাল ১০টায় বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন হবে।
উপদেষ্টা আসিফ মাহমুদের প্রেস ব্রিফিং
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে প্রেস ব্রিফিং করবেন। বিকেল ৩টায় বাংলাদেশ সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এটি অনুষ্ঠিত হবে।
আজকের এসব কর্মসূচির কারণে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সড়কে বাড়তি চাপ ও যানজটের সম্ভাবনা রয়েছে। তাই প্রয়োজন ছাড়া ওইসব এলাকায় চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

