ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

একাধিক পেশায় যুক্ত থাকলে বাতিল হবে শিক্ষকদের এমপিও

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ০৭:২১ এএম

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। 

নতুন নিয়মে বলা হয়েছে, এমপিওভুক্ত কোনো শিক্ষক বা কর্মচারী একাধিক চাকরি বা কোনো ধরনের লাভজনক পদে থাকতে পারবেন না। নিয়ম ভঙ্গ করলে সংশ্লিষ্ট শিক্ষকের এমপিও বাতিল করার ক্ষমতা রাখবে সরকার।

নীতিমালায় আরও বলা হয়েছে, পদ শূন্য থাকলে এমপিওভুক্ত শিক্ষকরা প্রতিষ্ঠানে বদলি হতে পারবেন। প্রয়োজন হলে প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্বে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের নিয়োগ দেওয়ার সুযোগও রাখা হয়েছে। ৬১ পৃষ্ঠার এই নীতিমালায় শিক্ষাপ্রতিষ্ঠানের স্তরভেদে জনবল কাঠামো, নিয়োগের শর্তসহ নানা দিক বিস্তারিতভাবে উল্লেখ আছে।

দেশে বর্তমানে ছয় লাখের বেশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী সরকার থেকে মাসিক মূল বেতন, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা পেয়ে থাকেন। সাম্প্রতিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশে উন্নীত করেছে। এর প্রথম ধাপ কার্যকর হয়েছে গত ১ নভেম্বর থেকে; দ্বিতীয় ধাপ কার্যকর হবে ২০২৬ সালের ১ জুলাই।