ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

বুধবার কী আছে ভাগ্যে, জেনে নিন রাশিফলে

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ০৬:৪৩ এএম
রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

প্রতিটি ভোর আমাদের সামনে নিয়ে আসে একটি শূন্য পৃষ্ঠা। এই পৃষ্ঠায় কী লেখা হবে তা হয়তো আমাদের সিদ্ধান্ত, পরিশ্রম ও আশার ওপর নির্ভর করে।

তবে অনেক সময় কিছু অদৃশ্য শক্তি, কিছু জ্যোতির্বৈজ্ঞানিক প্রভাব, আমাদের জীবনের গতিপথকে নীরবে প্রভাবিত করে। সেই শক্তিকে ধরতেই আমরা ফিরে যাই রাশিচক্রের অভিমুখে।

জ্যোতিষশাস্ত্রের এই গুরুত্বপূর্ণ শাখাটি আমাদের জানাতে পারে আজকের দিনটি কেমন কাটতে পারে, কোন কাজগুলো শুভ, কোন পথে সাময়িক বিরতি নেওয়াই ভালো। অনেকেই আছেন, যারা দিনের শুরুতেই রাশিচক্র অনুযায়ী ভাগ্যের গতিপথ বুঝে নিতে চান।

কারণ, রাশিফল আমাদের জানিয়ে দিতে পারে সামগ্রিকভাবে দিনের সম্ভাব্য চিত্র সতর্কতা, সাফল্য, সুযোগ আর চ্যালেঞ্জ। 

আজ বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনে ১২ রাশির জন্য কী বার্তা রয়েছে, তা সংক্ষেপে তুলে ধরা হলো-

কুম্ভ রাশি

সন্তানের স্কুল পরিবর্তন নিয়ে একটু চিন্তা থাকবে। শরীর নিয়ে চিন্তামুক্ত থাকবেন।

ঋণের কোনও কাজ সকালের দিকে করে ফেলুন, বেলায় করতে যাবেন না। স্ত্রী-সন্তান নিয়ে একসঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর না দিলে পরে চিন্তা বাড়তে পারে। বন্ধুরা আপনাকে খরচ করাতে চাইবে। আজ সাংসারিক চাপ অতিরিক্ত বৃদ্ধি পাবে।

মীন রাশি

ব্যবসায় আশানুরূপ ফল দেখতে পাবেন না। নিজের জন্য কিছুটা সময় বার করে শরীরচর্চা করুন।

বন্ধুমহলে নিজের দোষে কিছুটা সম্মানহানি হতে পারে। সন্তানের জন্য কারও সঙ্গে কোনও বিষয়ে আলোচনা করতে হতে পারে। সামাজিক কাজের সূত্রে বাইরে যেতে হতে পারে। প্রতিবেশীরা আজ শত্রুতা করতে পারে। হটকারী সিদ্ধান্ত আজ ভোগাতে পারে।

মেষ রাশি

আজ আপনার মামাবাড়ির পক্ষ থেকে কিছু সম্পত্তি পেতে পারেন। দিনের শেষ অংশে কিছুটা হলেও মানসিক শান্তি পাওয়া যাবে।

নিজের রাগ, জেদ একটু নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করুন। অচেনা কেউ যদি কোনও সাহায্য চায়, তা হলে সাহায্য করা এড়িয়ে চলুন। বন্ধুর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।

বৃষ রাশি

নতুন কাজের সন্ধান করতে চাইলে করতে পারেন। আত্মীয়দের জন্য বাড়িতে মনোমালিন্য সৃষ্টি হতে পারে।

আপনার দৃষ্টির অগোচরে কেউ আপনাকে ঠকামোর চেষ্টা করতে পারে। নির্দিষ্ট সময়ে দিনের কাজগুলো সেরে ফেলার চেষ্টা করুন। বাড়িতে নতুন জিনিস কেনার ইচ্ছা জাগবে। আজ তাড়াহুড়ো করে কোনও কাজ করতে যাবেন না। মনের মতো খাবার খাওয়ার সুযোগ পাবেন।

মিথুন রাশি

আজ এতটাই কাজে ব্যস্ত থাকবেন যে বাড়ির কোনও গুরুত্বপূর্ণ কাজ ভুলে যাবেন। এর ফলে স্ত্রীর সঙ্গে ঝামেলা হতে পারে।

আজ দিনের শুরুতেই কিছু প্রাপ্তি হতে পারে। জন্তুদের কাছ থেকে একটু সাবধান থাকুন। কোনও মহিলা সহকর্মী আপনাকে কাজে বিশেষ ভাবে সাহায্য করবে। সন্তানদের লেখাপড়ার জন্য বেশ ভালই খরচ হতে পারে। নিজের শরীরের খেয়াল রাখুন।


কর্কট রাশি

প্রবাসে থাকা ভাই বা বোনের সঙ্গে অনেক দিন পর দেখা হওয়ার সুযোগ পেতে পারেন। দায়িত্ব সহকারে যত্ন নিয়ে নিজের কোনও কাজ সেরে ফেলতে পারবেন।

মায়ের পক্ষ থেকে দামি কোনও উপহার পেতে পারেন। প্রেমের দিকটা খুব একটা রোমাঞ্চকর না হলেও, প্রেমের জন্য দিনটা বেশ ভাল। বসের কথায় বিশেষ খেয়াল করুন।


সিংহ রাশি

আজ বিনিয়োগের জন্য ভাল দিন। তবে যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞদের সঙ্গে পরামর্শ করুন।

আইনি কাজ খুব ভাল ভাবে হয়ে যাবে। চোখের সমস্যার জন্য ভোগান্তি রয়েছে। আজ বাড়ির সব ব্যাপার খুঁটিয়ে দেখুন, এতে লাভ আপনারই। নিজের কোনও বিষয় নিয়ে কারও সঙ্গে আলোচনা করতে যাবেন না। আপনার হাতে ঘরের কোনও জিনিস নষ্ট হতে পারে।

কন্যা রাশি

আজ লোভনীয় কোনও সুযোগ সামনে এলে তা চুক্তিবদ্ধ করে নেওয়ার আগে ভাল করে দেখে নিন। অফিসে আপনার অগোচরে আপনাকে নিয়ে ষড়যন্ত্র হতে পারে।

ঈশ্বরের প্রতি ভক্তি আপনার দিনটাকে শুভ করবে। খুব বেশি পরিশ্রমের জন্য শরীরে কোনও অস্বস্তি হতে পারে। কোনও প্রিয় মানুষের সঙ্গে দেখা হয়ে যেতে পারে। সন্তানেরা আপনার সঙ্গে বেড়াতে যাওয়ার বায়না করতে পারে।

তুলা রাশি

আজ সারা দিনের মধ্যে যে কোনও সময় আপনি ভাল পাওনা আদায় করতে পারবেন। কেউ আপনাকে যেচে সাহায্য করতে আসতে পারে।

সন্ধ্যার পর শরীরে একটু শক্তি কম পাওয়া যাবে। চায়ের প্রতি আসক্তি যতটা সম্ভব কমিয়ে ফেলতে হবে। বাড়ির মানুষের সহায়তা আজ সব সময় পাবেন। বাড়িতে অতিথি আসায় বাধা আসতে পারে।

বৃশ্চিক রাশি

নিজের থেকে কোনও সিদ্ধান্ত নিতে পারেন। অন্যের কথার উপর বিশ্বাস করতে যাবেন না।

তীব্র আবেগকে আজ একটু ধরে রাখার চেষ্টা করুন। বয়সে ছোটদের কাছ থেকে কোনও বিষয় জানতে পারবেন। অনেক পুরনো কারও কাছ থেকে আমন্ত্রণ পেতে পারেন। আপনার মানসিক চাপ থাকলেও, কিছুটা হলেও স্ত্রীর জন্য তা কমতে পারে।

ধনু রাশি

পুরনো প্রেমের মুখোমুখি হতে পারেন। যা আপনার জীবনে চাপ সৃষ্টি করতে পারে।

আপনার ব্যক্তিগত সম্পর্কের উপর নজর দিন। বাবার সম্পত্তির ব্যাপারে এটি আপনার আবেগ নিয়ন্ত্রণ করার এবং সিদ্ধান্ত নেওয়ার সময়। ব্যবসায় আপনার চারপাশের ব্যবসাদারের সঙ্গে যোগাযোগ বজায় রাখা গুরুত্বপূর্ণ। সারা দিনের কাজের ফাঁকে যেটুকু অবশিষ্ট সময় পাবেন তা স্ত্রীর সঙ্গে কাটাতে ইচ্ছা করবে।

মকর রাশি

আজকের দিনটি পূজা ও ধ্যান দিয়ে শুরু করতে পারেন। ব্যবসার দিকে বাবার কথা শোনা আপনার পক্ষে উপকারী হবে।

সারা দিন ধরে আপনার কর্মচারীর সঙ্গে ভাল ব্যবহার বজায় রাখবেন। আপনি আজ আর্থিক সুবিধাগুলি ব্যবসায় লাগাতে পারবেন। স্ত্রীর কোনও কথা আজ আপনাকে মানসিক শান্তি দেবে। আজ বাড়িতে আপনার চেনা লোকের দ্বারা কিছু ক্ষতি হতে পারে।