ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

ডিসেম্বরে রেমিট্যান্সে ঝড়: ৮ দিনেই ১ বিলিয়ন ডলার

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ০৭:৪৫ এএম
ফাইল ছবি

ডিসেম্বরে রেমিট্যান্সে যেন ঝড় বইছে। মাসের প্রথম ৮ দিনেই দেশে এসেছে ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলার প্রবাসী আয়। বছরের শেষ মাসের শুরুতেই এমন প্রবাহে আশাবাদী নীতিনির্ধারকেরা বলছেন, এ ধারা অব্যাহত থাকলে ডিসেম্বর শেষে রেমিট্যান্স পাঁচ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।

রেমিট্যান্সের এই জোয়ারে ব্যাংকিং চ্যানেলে ডলারের সরবরাহও বেড়ে গেছে উল্লেখযোগ্যভাবে। বাজারে বাড়তি ডলার সামাল দিতে ১৩টি বাণিজ্যিক ব্যাংক থেকে ২০ কোটি ২০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

মাল্টিপল প্রাইস অকশন (এমপিএ) পদ্ধতিতে প্রতি ডলারের দাম পড়েছে ১২২ টাকা ২৭ পয়সা থেকে ১২২ টাকা ২৯ পয়সা। চলতি ২০২৫–২৬ অর্থবছরে এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ডলার ক্রয় দাঁড়াল আড়াই বিলিয়ন ডলারে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ১ থেকে ৮ ডিসেম্বর দেশে এসেছে ১০০ কোটি ডলার রেমিট্যান্স; শুধু ৮ ডিসেম্বরেই এসেছে ১৩ কোটি ১০ লাখ ডলার। গত বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ২১ শতাংশ।

জুলাই থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত প্রবাসীদের পাঠানো অর্থ দাঁড়িয়েছে ১ হাজার ৪০৪ কোটি ডলারে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ বেশি। কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধ, প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নতি রেমিট্যান্স বাড়ানোর মূল কারণ।

নভেম্বর মাসেই প্রবাসী আয় এসেছে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার—টাকায় যার পরিমাণ প্রায় ৩৫ হাজার ২৫২ কোটি।