ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

টাঙ্গাইলে পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ০৮:১৯ এএম
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ট্রাক। ছবি: রূপালী বাংলাদেশ

টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের কান্দিলা বাইপাস এলাকায় একটি কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় ট্রাকের চালকসহ দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ট্রাকচালক শেরপুর জেলার সোহেল এবং মুরগির পাইকার টাঙ্গাইলের মির্জাপুর এলাকার আমিনুর।

এলেঙ্গা হাইওয়ে পুলিশের এসআই কামরুল হাসান জানান, রাতে জামালপুর থেকে ঢাকাগামী হাঁস, মুরগি ও চালবোঝাই একটি ট্রাক সামনে থাকা একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকটির চালক ও হাঁস-মুরগির পাইকার ঘটনাস্থলেই নিহত হন।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক।