ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

তেঁতুলিয়ায় ফের ১০ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ০৮:৫৮ এএম
হিমালয়ের স্পর্শে তেঁতুলিয়ায় শীতের ঘনছায়া। ছবি- সংগৃহীত

হিমালয় পর্বতমালার নিকটবর্তী হওয়ায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত। হিমেল হাওয়া ও কুয়াশার দাপটে এই অঞ্চলে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন তাপমাত্রা আরও কমতে পারে।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যেখানে বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। 

এর আগের দিন মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

সম্প্রতি উত্তর হিমালয় থেকে নেমে আসা ঠান্ডা বাতাস ও হালকা কুয়াশার কারণে দিনের বেশিরভাগ সময়ই সূর্যের দেখা মিলছে না। শহর ও গ্রামাঞ্চলে শীতের অনুভূতি বাড়লেও সমতলের চা-বাগান, নদী-বিধৌত এলাকা ও খোলা স্থানে শীতের প্রকোপ আরও বেশি। এতে বিশেষভাবে বিপাকে পড়ছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ।

এদিকে, তীব্র শীত ও কয়েক দিন ধরে চলমান মৃদু শৈত্যপ্রবাহে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। শিশু ও বয়স্করা এসব রোগে বেশি আক্রান্ত হচ্ছেন বলে চিকিৎসকরা জানান।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, হিমালয়ের কাছাকাছি হওয়ায় তেঁতুলিয়ার তাপমাত্রা গত কয়েক দিন ধরেই ১০ ডিগ্রির ঘরে রয়েছে। বুধবার সকালেও ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সামনে আরও কমার সম্ভাবনা রয়েছে।