সিলেট জেলা পুলিশের দক্ষ তৎপরতা এবং নবাগত পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় একযোগে উদ্ধার করা হয়েছে হারানো ৬৭টি মোবাইল ফোন। জেলার বিভিন্ন থানায় সময় সময় সাধারণ ডায়েরি (জিডি) করা ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় ফোনগুলো শনাক্ত করে বিশেষ টিম এ অভিযান চালায়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জেলা পুলিশ।
পুলিশ জানায়, সিলেট জেলার ১১টি থানায় করা জিডিগুলোর ভিত্তিতে তথ্য-প্রযুক্তির ব্যবহার করে হারানো ফোনগুলো শনাক্ত করা হয়। পরে মঙ্গলবার পরিচালিত বিশেষ অভিযানে উদ্ধার হওয়া ৬৭টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রফিকুল ইসলাম। নিজের হারানো ফোন ফিরে পেয়ে সন্তোষ ও স্বস্তি প্রকাশ করেন উপস্থিত মালিকরা।
এ বিষয়ে সিলেট জেলার সহকারী পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. সম্রাট তালুকদার বলেন, মানুষের বিশ্বাস ও আস্থা বৃদ্ধির লক্ষ্যে জেলা পুলিশের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, জিডি করার পর আমরা প্রযুক্তির মাধ্যমে হারানো ডিভাইসগুলো উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করে থাকি। জনগণের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য।


