১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের ঐতিহাসিক বিজয়কে স্মরণ করে ভারতের আসামের মোহনবাড়ি বিমানঘাঁটিতে বিশেষ এয়ার শো আয়োজন করেছে দেশটির বিমানবাহিনী। বুধবার অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেয় বিভিন্ন শক্তিশালী যুদ্ধবিমান ও হেলিকপ্টার।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে ইস্টার্ন এয়ার কমান্ডের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় এ শো। এতে এসইউ-৩০ যুদ্ধবিমান, ডর্নিয়ার ডো-২২৮ নজরদারি বিমান, আন্তোনভ এএন-৩২ পরিবহন বিমান, চিনুক হেলিকপ্টার এবং এমআই-১৭ হেলিকপ্টার আকাশে নানা ধরনের কৌশলগত প্রদর্শনী করে দর্শকদের মন জয় করে।
স্থানীয় সময় সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চলা এই আয়োজনে সামরিক ও বেসামরিক বিশিষ্ট ব্যক্তিবর্গ, অবসরপ্রাপ্ত বিমানসেনা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে যোগ দেন ভারতীয় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং।
এছাড়া বাংলাদেশের একটি প্রতিনিধি দল অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল। তাদের মধ্যে আটজন মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ সেনাবাহিনীর দুই কর্মরত কর্মকর্তার থাকার কথা উল্লেখ করা হয়।
এয়ার শোর পাশাপাশি ছিল প্রদর্শনী এবং ১৯৭১ সালের যুদ্ধকে কেন্দ্র করে নির্মিত একটি চলচ্চিত্রের প্রিমিয়ার শো।
১৯৭১ সালের এই যুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, সেই যুদ্ধে ইস্টার্ন এয়ার কমান্ডের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোহনবাড়িসহ পূর্বাঞ্চলের ঘাঁটি থেকে পরিচালিত বিমান অভিযান শুধু আকাশে আধিপত্য প্রতিষ্ঠাই করেনি, স্থলযুদ্ধে গুরুত্বপূর্ণ সহায়তাও প্রদান করেছিল— যার মধ্য দিয়েই জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ।


