ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

ছিনতাই হওয়া ট্রাকে মিলল ৭০ ব্যারেল সয়াবিন তেল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ১২:৩৭ পিএম
পুলিশ ট্রাকটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে আসে। ছবি- সংগৃহীত

বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশ বগুড়া-ঢাকা মহাসড়কে ছিনতাই হওয়া একটি ট্রাক উদ্ধার করেছে। এ সময় ট্রাক থেকে প্রায় ২৪ লাখ টাকার ৭০ ব্যারেল সয়াবিন তেল জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোর ৪টা ১৫ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পাওয়া যায় যে, ঢাকা মেট্রো-ট-২০-৪৪৯৯ নম্বরের একটি ট্রাক ছিনতাই হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাইওয়ে পুলিশের একটি দল মহাসড়কে অভিযান শুরু করে।

ট্রাকটি থামানোর চেষ্টা করলে দুষ্কৃতকারীরা পুলিশের ওপর ট্রাক চালিয়ে চাপা দেওয়ার চেষ্টা করে। নিরাপত্তার কারণে পুলিশ ট্রাকের পিছু ধাওয়া চালিয়ে যায়। পরে দুষ্কৃতকারীরা বগুড়ার শেরপুর থানাধীন ঢাকাগামী লেনে ট্রাকটি রাস্তার পাশে ফেলে রেখে পার্শ্ববর্তী বনে পালিয়ে যায়।

হাইওয়ে পুলিশ ট্রাকটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে আসে।

শেরপুর হাইওয়ে পুলিশ পরিদর্শক রইছ উদ্দিন বলেন, উদ্ধার করা ট্রাক ও সয়াবিন তেল আমাদের হেফাজতে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।