বগুড়ায় জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সাকিব খানকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ।
সোমবার (২০ অক্টোবর) রাত ৩টার দিকে বগুড়া শহরের নারুলী এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাইয়ে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির কর্মীদের একজন ছিলেন সাকিব খান। আন্দোলনের সূচনা পর্ব থেকেই তিনি সক্রিয়ভাবে মাঠে ছিলেন এবং পরে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে তাকে স্থানীয় সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়।
বগুড়া সদর থানার ওসি হাসান বসরি বলেন, ‘ভোর ৪টার দিকে শাহবাগ থানা পুলিশ আমাদের জানায়, সাইবার নিরাপত্তা আইনের একটি মামলায় সাকিব খানকে গ্রেপ্তার করে ঢাকায় নেওয়া হচ্ছে।’ তিনি আরও জানান, এ বিষয়ে জেলা পুলিশের কাছে অতিরিক্ত কোনো তথ্য নেই।
শাহবাগ থানার ওসি খালিদ মুনসুর জানান, পুলিশ বাদী হয়ে সাইবার নিরাপত্তা আইনে শাহবাগ থানায় সাকিবের বিরুদ্ধে মামলা করেছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকেই সাকিবকে আদালতে নেওয়া হবে।
তার গ্রেপ্তারের খবরে বগুড়ার তরুণ সমাজে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।