ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

ওসমান হাদিকে গুলির বিষয়ে তদন্ত করবে ইসি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ০৫:৪৮ পিএম
ওসমান হাদি। ছবি- সংগৃহীত

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন (ইসি) ।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। হামলার সময় হাদি প্রচারণার জন্য এলাকায় ছিলেন।

ওসমান হাদির সঙ্গে থাকা সহযোগীরা জানিয়েছেন, মোটরসাইকেলে করে আসা কিছু দুর্বৃত্ত হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত চলে যান। আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে লাইফ সাপোর্ট’-এ নেওয়া হয়েছে।

এ সময় এলাকার লোকজন ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা হাসপাতালে ছুটে যান। হাসপাতালের বাইরে ভিড় করতে দেখা যায় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের। তারা হাদির দ্রুত আরোগ্যের জন্য দোয়া করেছেন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘প্রাথমিকভাবে পুলিশ ঘটনাটির তদন্ত করবে। দেখবে, এটি কি প্রার্থী হওয়ার কারণে, রাজনৈতিক কারণে, নাকি অন্য কোনো কারণে ঘটেছে! তবে আমরা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখব। পুলিশকে দিয়ে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হবে।’

এ ঘটনায় রাজনৈতিক মহলও উদ্বেগ প্রকাশ করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের সর্তক পরিস্থিতিতে এমন হামলার ঘটনা উদ্বেগজনক এবং এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ঘটনার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি অবিলম্বে এই ঘটনার দ্রুত ও ব্যাপক তদন্ত চালানোর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, যেন হামলায় জড়িত সবাইকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হয়।

ওসমান হাদির হামলার ঘটনায় ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে তার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছেন এবং হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত ও বিচারের দাবিও তুলেছেন।