গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এক যুবককে (২৫) চোর সন্দেহে গাছের সাথে বেঁধে হাতুড়ি দিয়ে পেটানোর ঘটনায় কুরবান আলী (৩২) নামে মোটর মেকানিককে আটক করেছে পুলিশ। আটক যুবক দিনাজপুর সদর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তি উপজেলার টান কালিয়াকৈর এলাকার আলমগীর মাস্টারের বাড়িতে ভাড়া থাকেন। হাতুড়ি পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। পরে সেই ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করে সন্ধ্যায় আটক করা হয়। তবে এ ঘটনায় এখনো পিটুনির শিকার যুবকের পরিচয় শনাক্ত হয়নি।
কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, হাতুড়ি দিয়ে পেটানোর ঘটনায় আহত যুবকের পরিচয় মেলেনি। অভিযুক্তকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

